ষষ্ঠী কুমার দাস’র কবিতা

 
কোরোনা
 
পৃথিবী জুড়ে মানুষ ঘরে আজ               
আক্রান্ত বাড়ে মৃত্যুর হারে লাজ            
ডাক্তার নার্স পুলিশ ফোর্স পড়েছ কোর্স কোরোনা!
 
কৈ পরমাণু যুদ্ধে জীবাণু ছাড়া
দেশে বিদেশ মানে নির্দেশ আতঙ্ক রেস কোরোনা!
 
বাঁচাতে প্রাণ যা পান খান গৃহে
অন্ন বিহনে লকডাউনে রহে
নিয়ম জেনে দূরত্ব মেনে মোরা
করবো জয় হারবে দেখো কবিড-১৯ কোরোনা
..................................................
 
লালগোলা 
 
         তোমার লাল   গোলা আছে তো
খোদ লালগোলাতে   পরশে মাখো মাখো
         প্রেম পিরিতে   শুভেচ্ছা স্প্রে
 
       গোলাপ লাল   গোলা' মাগো
তোর চরণে দেবো   লালগোলায় 'তো
        সুখ শান্তিতে   'বো পিপাসু
 
          তোমরা লাল    গোলা রাখতো
  সযত্নে ভালোবেসে    লালগোলার সস
         রাখো আহার    খাবো আমরা
 
             লিচুর লাল   গোলা দেখলি
 লালগোলা বাজারে   লাল লাল গোলা
            মিষ্টি কুমড়া   সব্জি সুনামী
 
           দর্শনে লাল    গোলা অবাদ
মুক্ত সে জেলখানা    লালগোলা তো আম্মু
        সাহিত্য পীঠে   এসো সহসা।
..................................................
 
আত্ম সমালোচনা 
 
আত্ম সমালোচনা করবে-না শুনবে-না
          মানে সংসারে কর্ম জীবন হলে খেলনা
জীবন অসাড় আত্ম সমালোচনা বিনা
         জীবনের গতি পথে পরাজয়ের সম্ভাবনা
 
স্রষ্টার সৃষ্টি লালন পালন বন্দনা করবে-না?
       নদী সাগর পাহাড় পর্বতের মত হও পবিত্র
মানুষের গর্ব মাটি মা অন্ন বস্ত্র বাসস্থান বিনা
    সৌরজগৎ জল বায়ু বৃক্ষ মানুষের প্রকৃত মিত্র
 
স্বর্গ নরক সুখ দুঃখ ললাটের লিখন-না!
        তব ভাগ্য তব কর্মেই নিত্য গড়ে বিধাতা
কর্মই জীবনের ধর্ম, কর্ত্তব্যে কেন ছলনা?
      স্বজ্ঞানে অজুহাতে খুন করোনা মানবিকতা
 
বিশ্ব সৃষ্টির রহস্য কৃষ্ণগহ্বর খোঁজ-না
        মানুষ্য গহ্বর পরিপূর্ণতার সন্ধান চাই
প্রকৃতিতে জীব জড় অপরিবর্তিত না
        কালের স্রোতে প্রকৃতি ব্যতীত হবে ক্ষয়
 
মানুষ প্রকৃতির সম্পদ প্রকৃতির খেলনা
      ডিজিটাল যুগেও প্রকৃতি মানুষের সম্পদ নয়
প্রযুক্তির গর্বে প্রকৃতির সনে বঞ্চনা না
       প্রকৃতির সাজে সেজে প্রকৃতিকে করো জয়
..................................................
 
লকডাইন
 
লকডাইন'টা কোরানাকে গল্প শোনানো!
চোর-পুলিশ'টা খেলার বিকল্প মহামারী যেন রটনা
 
লকডাইন'টা জীবন মরণ ভাবানো!
ভ্রান্ত বিষয়টা বেকার বারণ ভর্তুকি!
রাজ্য কেন্দ্র ছলা জনতা আমলা ইয়ার্কি
কোরোনা আক্রান্ত নিয়েতো বিভ্রান্ত জাদ্বোজর কেন ঘটনা
 
হু'এর যে স্বীডা বিশ্বের এজেন্ডা গোছানো!
নয় ভ্রান্ত দিশা বাঁচার প্রত্যাশা সতর্কি !
থেকো গৃহবন্দি অজুহাত ফন্দি করোনা!
থেকো পরিস্কার হবে বহিষ্কার কোরোনা
শত্রু ভাইরাস তবু নেই ত্রাস ক্রমে হবে হ্রাস হাসনা।
..................................................
 
উন্নয়ন 
 
()
কৈ উন্নয়ন 
সে তো খাতা কলমে 
নচেৎ বল্লমে
 
নেতা মন্ত্রী আমলা
ঘুস খেকো হাঙ্গলা। 
 
()
রাজনীতির 
ভাইরাস বিশ্ব জুড়ে 
ধ্বংসে সমাজ। 
 
সংস্কৃতি সভ্যতা 
অধঃপতনের মান্যতা। 
 
()
হে ডিজিটাল 
তুমি স্বচ্ছ নির্মল
হট মেন্টাল
 
উন্নত হাতিয়ার
সর্বত্র দরকার
..................................................
 
আত্ম সুখ শান্তি 
 
বিশ্বময় প্রেম প্রীতি মানবিকতায় 
          বিকাশিত সম্প্রীতি 
                          রাখীবন্ধনে
অনাবিল সুখ শান্তি চিন্তা ভাবনায় 
              উদ্ভাসিত প্রগতি
                        স্বার্থ বিসর্জনে
..................................................
 
কবিতা- উৎসব 
 
নতুন পোশাকে বেড়ায় ঘুরে
                     মহানন্দে খাই ভোজ,
পড়াশোনা কাজ কর্মের
                   ব্যস্ততা নাই রোজ
 
গুরুজনের আদেশ ফরমাশ
                        পালনের নেই চাপ,
সুখ সোহাগে শাস্তি বিনা
                         ভুলের ক্ষমা মাপ
 
আত্মীয় স্বজন আসা যাওয়া
                         লেগেয় থাকে নিত্য,
আমরাও যায় সারি খাওয়া
                         বলছি শোনো সত্য
 
ভুলে যায় সব দুঃখ জ্বালা
                      সুখ শান্তিতে মাতি,
কাজ যেন শুধুই মেলা খেলা
                          আলো ঝলমলে রাতি
 
ফুলে ফলে সাজানো ঘর
                   রঙীন স্বপ্নে মনে
মলে মেলা হাট বাজার কর
                  পুরানো গৃহ কোনে
 
মনের মাঝে সকাল সাঁঝে
                  খাওয়া ঘোরা অশেষ,
গ্রাম শহরে একই বাহার
                  জাতি ধর্মে মিলমেশ
..................................................
 
আন্তরিকতা 
 
(এক
একাকিত্ব কৈ
প্রেম বন্যায় বিশ্ব 
ভাসছে শূন্যে
 
(দুই
বিশ্ব ব্রহ্মাণ্ড 
ঘুরছে তাল মিল
ছন্দে শাশ্বত। 
 
(তিন
শুধু মানুষ 
স্বার্থে উগ্রতায়
শান্তির খুনী
 
(চার
সেবা ত্যাগ
ভিক্ষুক বিশ্ববাসী 
দাতাও ভোগী। 
 
(পাঁচ
হে বৃক্ষ যোগী
তুমি প্রাণরক্ষক 
প্রজাপালক। 
 
(ছয়
দয়া দাক্ষীণ্যে
ফেরাও সুখ শান্তি 
আন্তরিকতা। 
..................................................
 
কমনওয়েল্থ ছাঁচে গড়া
 
()
কমনওয়েল্থ ছাঁচে গড়া ম্যানুয়াল ভারতীয় সংবিধান লাল সবুজ গেরুয়া ড্রাইভার সেই মতো স্বদেশ চালান
যানের যাত্রী ভারতবাসী 
চলে মক্কা মদিনা গয়া কাশী
পুণ্যে পাবে ন্যায় বিচার, মুখে জপে মেরা দেশ মহান
 
()
মায়াবী কমনওয়েল্থ সিস্টেমে সংবিধানেই পরাধীনতা যদি চাও ডিজিটাল উন্নত স্বচ্ছভারত পূর্নাঙ্গ স্বাধীনতা 
ঝেঁটিয়ে ধুয়ে মুছে দাও বিদায়
সর্বদলীয় নেতা নেত্রীর দায়
স্বদেশী চিন্তা ভাবনায় গড়ে দাও সংবিধানের মান্যতা
 
()
দেশের আইন বিচার প্রশাসন বিভাগ অকেজো প্রায়
বৃদ্ধ সংবিধান, গনতন্ত্র ধর্ষিতা ধর্মীয় সুড়সুড়িতে হায়!
দেশের কাঠি পুঁজিবাদীতা
নেতা নেত্রী কর্মী ধর্ষিতা
দেশীয় সংস্কৃতি প্রযুক্তি গবেষণা কমনওয়েল্থ আশ্রয়
..................................................
 
জীবাণু যুদ্ধ 
 
)
বিশ্বের শক্তিধর অস্ত্র ্যবসায়ীরা বহুরূপী!
ওরা আজ জীবাণু ধ্বংসকারী ঔষধ ্যাকসিন বিক্রেতা দেশবাসী কর্মচারী সাবধান, চক্রান্ত বিশ্বব্যপী!
 
ব্রহ্মান্ডের বিশ্বব্যপী শুরু জীবাণুযুদ্ধ
     পৃথিবীর কোনায় কোনায় মৃত্যুর মিছিল অভ্যাহত
জীবাণুবোমা বাস্টে মুক্তিপথ অবরুদ্ধ
     রাষ্ট্রপুঞ্জ হু কে রাখে কার খবর কেন এত হতাহত
 
)
বোঝছেন, চাচা আপন জান বাঁচা!
চলো, NO করোনা YES করুণা আন্দোলনে নামবেনা! মহাবিপদ, CAA NRC আন্দোলন বাছা!
 
নোবেল করোনা কাঁসর ঘন্টায় পালাবেনা
      ্যাডার নেতা নেত্রী মন্ত্রী কাওকে তো ছাড়েনা
ধর্মীয় উৎসব সুড়সুড়ি জাতপাত মানেনা
       ডাক্তার পুলিশ প্রশাসন আইনের ধারধারেনা!
 
)
শোনো, প্রকৃতির ভারসাম্য প্রকৃতিই রক্ষিবে!
ঠাকুর দেবতা পীর মানুষের সাধ্যকী তাহা খন্ডিবে!
গবেষক আবিষ্কারক স্রষ্টারই সৃষ্টি জানবে!
 
দৃশ্য অদৃশ্য সমস্ত প্রকৃতির সৃষ্টি পঞ্চভূত
       ঈশ্বর বিদ্যুৎ শক্তি সরূপ তারের ভিতরে বয়
বায়ুর মতো রয়, তাপের মত হয় অনুভূত
      অশরীরী অদৃশ্য শক্তিই মোদের বাঁচাবে নিশ্চয়!!
..................................................
 
উম্পুন
 
সমুদ্র তলে ঘুর্ণির জলে জাত-
বিধ্বংস কুলে তান্ডব ফলে ঘাত !
ভাঙলে তট গাঁ গঞ্জ মাঠ ধ্বংসে আকাঠ উম্পুণ !
 
ধ্বংস নগর ক্ষেত বন্দর চর
স্রষ্টার লীলা প্রকৃত খেলা দেখালো চেলা উম্পুণ
 
প্রস্তুতি কথা ছিলনা হেথা কেন্দ্র
রাজ্য বিপাকে প্রলয়ী ছকে রুদ্র
বিদ্যুৎ জল সাপ্লাই নল ঘর
করো ভূ-তলে নব কৌশলে শিখালো হালে উম্পুণ

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.