শিল্পী চৌধুরী’র কবিতা

 
কিছুক্ষন পর
 
যতবার ক্লান্ত হয়ে বসি
ঠিক ততবার তুমি আমার সামনে এসে দাঁড়াও...
চোখের নীরব ভালোবাসা
কপালে চুম্বন এঁকে বুঝিয়ে দেয় তুমি আছো
অথচ আমার ক্লান্তি দূর হয় না
স্পন্দনের গতি একই গতিতে চলে
সেখানে জোয়ার ভাঁটা আসে না
কোনো ধ্বংস হয় না
কিন্তু খুব করে চাই ধ্বংস হোক...
শূন্য ডাইরির পাতা চিৎকার করে বলে
আমার কাছে বন্দি ভালোবাসা
তবে কি চোখের নীরব ভালোবাসা
কেবলই এক ছলনা ...
দমকা হাওয়ায় হঠাৎ সান্ধ্য প্রদীপটা নিভে যেতেই
কফিন থেকে বেরিয়ে কিছু ছায়া দু চোখের পাতায় বসলো
শব্দেরা অমনি নীরবে বলে উঠলো,
ওরা স্বপ্ন, আমাদের স্বপ্ন
..................................................
 
ভালো থেকো
 
তোমার জন্য ফিরে আসবো আবার
হৃদয়ের অঙ্গীকার
স্পন্দন হয়ে লিখে দেবো মহাকালের বুকে
জন্মান্তরের গল্প তোমার আমার
পথ চলা-
নিঃশ্বাসের ওপর স্পন্দনের যেমন অধিকার
..................................................
 
উপন্যাসের শেষ পাতা
 
বিষণ্ণতাকে ছুঁড়ে ফেলে তুমি এসো আমার হৃদয়ে
স্বপ্নদের আলোড়ন চোখে জাগিয়ে
নাম না জানা নদীতে সমস্ত ক্ষয় ভাসিয়ে-
তুমি এসো তোমার অধিকারের আসনে
দুরন্ত বাতাসকে হার মানিয়ে-
আমার অপেক্ষা কুয়াশায় ঘেরা নয়
আমার অপেক্ষা বিপ্লবের নয়
আমার অপেক্ষা রক্তিম সূর্যকে বিদায় জানাবার নয়
তুমি এসো আমার হৃদয়ের সপ্তম সুরে ...
প্রতিশ্রুতিতে নয়, তুমি এসো
বেদনার শূন্য সিঁথি ভরে দিতে ...
এসো আমাকে ভেঙে দিয়ে
তোমার উপন্যাসের ইতি টেনে নিতে।।
..................................................
 
এর বৃত্তে জীবন
 
- অকারন
- অধিকার
- অকল্যাণ
- অকরণীয়
- অকস্মাৎ
- অকথ্য
- অগমতা
 
এর বৃত্তে ঘুরে ফিরে জীবন বোঝে এর মানে,
পরিশেষে চিরন্তন সত্যের হার ধরে জীবন আত্মার সান্নিধ্যে আসে
..................................................
 
খোলা চিঠি
 
কখনো কখনো উষ্ণ চুমুর কারনেও
একটি অবুঝ হৃদয় আহত হয়
ঠিক যেমন চিতার পাশে দাঁড়ালে
সেই তাপে শরীর দগ্ধ হয় ...
আজ মেঘহীন আকাশ
নতুন ক্যানভাস
নতুন রঙ তুলি
এখন কেবল অপেক্ষা একমুঠো বৃষ্টির
তারপর ...
..................................................
 
আমার আকাশ
 
অতঃপর আবার আকাশটাকে দেখলাম
আমার আকাশ-
সেই আকাশ যার কাছে মনের গোপন কথা বলেছিলাম
সেই আকাশ যার কাছে একদিন চিৎকার করে কেঁদেছিলাম
আমার আকাশ
সেই দিনও নত ছিল , বার কয়েক কিছু অশ্রু ঝরিয়েছিল
ভেবেছিলাম দুঃখে সামিল হয়েছিল
আমার দুঃখ
সে কী দুঃখ আমার, ভয়ানক দুঃখ
দুঃখে দুঃখে বারান্দার রেলিং ধরে ধরে এদিক ওদিক একটু হেঁটেছিলাম
দেখলাম, আকাশও চলছে
ভীষন খুশী হয়েছিলাম
ভেবে সঙ্গী পেয়েছিলাম
হঠাৎ
ঘুম ভেঙ্গে গেল
অতঃপর আবার আকাশটাকে দেখলাম
অন্ধকারময় বিশাল আকাশ
আর দেখলাম শুধু সময়কে যেতে
অথচ আমি আর আমার আকাশ একই জায়গায় দাঁড়িয়ে
..................................................
 
আয় ছেলে তোর হাত ধরি
 
আয় ছেলে তোর হাত ধরি
হাতটা ধরে তোর বুকের গভীরে চলি
পুড়ে যাবি জানি
আর আমাকেও পোড়াবি
তাতে তবুও রাজি-
আয় ছেলে তোর হাত ধরি
তোর যুগল চোখে স্বপ্ন আঁকি
স্বপ্ন বিনিময়ে ব্যবধানকে দূরে সরিয়ে
চল উল্লাসে অধরে অধর রেখে চুম্বন আঁকি-
আয় ছেলে তোর হাত ধরি
নিদ্রাহীন রাত্রির তৃপ্তিহীন হৃদয়ের
তৃষ্ণা মিটিয়ে একই পথে হাঁটি
তোর নামের একটি তারা আকাশ থেকে এনে
ভালোবেসে আমার আঁচলে বাঁধি
আয় ছেলে তোর হাতটা ধরি ...
..................................................
 
অব্যক্ত
 
কিছু কিছু অভিমান আদুরে হয়হয় খুব স্পর্শকাতরতাদের ভীষণ যত্ন করে হৃদয়ের ঘরে রাখতে হয়সময়ে সময়ে পরিচর্চা করতে হয়অভিমান খুব সুন্দর হয় যদি ঠিকঠাকভাবে তাকে সাজানো যায়অন্ধকারে অভিমান কেঁদে উঠলেই তাকে দিতে হয় এক চিলতে হাসির আলোঠিক তখনই ঝলমল করে ওঠে চারপাশনীরবতার ঠোঁটে ঠোঁট রাখে দূরের ব্যাকুলতাব্যাকুলতার হৃদয়ে তখন আকাঙ্খা নদীর উথালপাথাল ঢেউআলেয়ার আলোয় ভর করে একটু চুম্বন রামধনুর সাত রঙে নিজেকে রাঙিয়ে পৌঁছে যায় শান্ত বুকের ঘাটেমরু মরীচিকায় একটি ছোট্ট অপেক্ষা গুটিগুটি পায়ে হাঁটা শিখে এগিয়ে ...
 
মৃগতৃষা
অনিশ্চিত...
..................................................
 
আলো
 
তার চেয়ে
তুমি বরং আমার চোখে চোখ রাখো
সেই চোখে আমি ডুবে যাই
ডুবতে ডুবতে মনে হবে, আমারো তো বাঁচার কথা ছিল
অথচ বাঁচতে গেলে কারো চোখে ডুবে যেতে হয়
সে কথা কথারা বোঝে নি কখনো...
 
তার চেয়ে তুমি বরং
তোমার চোখে একটি কোমল স্পর্শ রাখো
হৃদয় বুঝুক, চোখের দীপ্তিতে অন্ধকার দূর করে
চাঁদও কখনো কখনো স্পন্দনকে ছুঁয়ে উজ্জ্বীবিত করে...
তুমি দু চোখে দু মুঠো ভোরের আলো রেখো
সেই আলোয় রোজ একটি প্রদীপ জ্বালিও ...
..................................................
 
প্রেমিকের বুক
 
সব প্রেমিকের বুকেই নাকি পাথর থাকে
শিকড় থাকে, পথ থাকে-
অথচ তোমার বুকেই কেবল শীতল ঝর্ণা
কখনো একমুঠো আগুন রেখো বুকে
শুনেছি বুকে আগুন রাখলে নাকি আকাশ হওয়া যায়
প্রেমিক তুমি একদিন আকাশ হয়ে দেখো
কোনো শিল্পী রঙধনুর থেকে রঙ নিয়ে
তোমার ছবি এঁকে দেবে তোমারই চোখে ...

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.