মিতা শিকদার’র কবিতা


কান্না
 
কোথাও কিছু একটা ছিঁড়লে মনে হয়
সম্পর্ক ছিঁড়ে যাচ্ছে।
 
প্রতিটি পায়ের শব্দ মনে হয়
তোমার চলে যাবার শব্দ
                           আর
জলের, পাতার, প্রজাপতি পাখিদের
সমস্ত কান্নাকে মনে হয় আমার নিজের!
 
কোথাও একটা দুটো ফুল ফুটলে মনে হয়
                        বৃষ্টিতে ভিজে
তাকিয়ে আছে আমার চেখেরা।
----------------------------------------------------
 
কয়েকটি স্বপ্ন
 
কয়েকটি স্বপ্ন এমন ছিলো যে
কখনও খরচ করার ফুসরৎ মেলেনি;
 
রয়ে গেছে দেরাজের এক কোণে।
 
             ধূলো পড়ে গেছে
বহুদিন রোদ দেখেনি তারা!
 
ভাবলাম, খরচ করে ফেলি জমানো স্বপ্নদের
         রোদ দেখাই
শহর ঘুরিয়ে আনি।
 
কি আশ্চর্য!
রোদে নামতেই স্বপ্নগুলো শিশিরের মতো
                                      নাই হয়ে গেল!
----------------------------------------------------
 
একটি সন্ধ্যা
 
আমরা মুখোমুখি বসবো বলে
না আলো না অন্ধকার একটি সন্ধ্যার দরকার ছিলো।
 
ফলে, সূর্য ডোবার সাথে সাথেই
আমি সেই সন্ধ্যাটিকে ডেকে নিয়ে
সোফায় বসতে দিলাম
তার সামনে জ্বেলে দিলাম একশ' বারোটি মোমবাতি
 
ফুলদানি রাখলাম
        চায়ের কাপ
আর কিছু নির্জন কথাবার্তা।
 
তুমি আমি বসলাম মুখোমুখি
                    বসেই রইলাম!
কখন যে সন্ধ্যাটি ক্লান্তিতে মরে গিয়ে রাত হয়ে গেল
                                                          টের পাইনি
তোমার হাতের স্পর্শে এখনও বিভোর হয়ে আছি।
----------------------------------------------------
 
তুমি আসবে বলে
 
তোমাকে দেখবো বলে
কত বিনিদ্র রজনী কেটেছে আমার
জোসনা প্লাবিত রাতে ঝর্ণা যেমন
পাহাড় চিরে সাগরে মিশে
তেমনি তুমি আসবে,
আমাকে ভালোবাসবে বলে।
 
হৃদয়ের যত আশা আকাঙ্ক্ষা অনুভূতি
বুকের মধ্যে পাথর হয়ে জমে আছে,
সুখের পায়রা গুলো কান্নার ঢেউ
বুকে চেপে হঠাৎ স্তব্ধ হয়ে দাড়িঁয়ে
তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা
নিমিষেই চলে গেল দূরে আকাশে।
 
সাহারাকে করে দেব প্রশান্ত মহা সাগর
ভালোবাসার জন্য আজ আমি রিক্ত নিঃস্ব,
জীবনের ভুলের জন্য করতে হচ্ছে প্রায়শ্চিত্ত
হয়তো বেচেঁ আছি তোমারই আশায়,
তুমি আসবে বলে,
ভালোবাসবে বলে।।
----------------------------------------------------
 
ভালোবাসা
 
ভালোবাসা সর্বগামী
ভালোবাসা সর্বনাশী
ভালোবাসা ছলনাময়ী
ভালোবাসা প্রবল দংশনে 
জর্জরিত হবে প্রতি নিয়ত
সার্বোক্ষণিক এবং সর্বক্ষণ
ভালোবাসা প্রলয়ংকারী সাইক্লোনের মত
তোমার হৃদয়কে উপড়ে নেবে
দলিত মথিত বাড়াবে সকল আবেগ
সকল অনুভূতিতে তোমাকে ভাসাবে নিরস্তর
তোমাকে ডুবাবে সারাক্ষণ।
----------------------------------------------------
 
লাল গোলাপ
 
ভালোবাসতে চাও? 
তো আগে দুঃখ কে ভালোবাসো
ভালোবাসার লাল গোলাপ কন্ঠকিত সবুজ পল্লবে ঘেরা
এই সত্য জেনেই ভালোবাসো
হৃদয় কে পুড়িয়ে ভালোবাসো
           কলঙ্ক রটুক মুখে মুখে
এই দুনিয়ার আকাশ বাতাস সবাই বলুক
        তুমি কাউকে ভালোবাসো!
হৃদয়ে পল্লবিত সুরভি ছড়ানো মাতাল গন্ধে
মাতোয়ারা অধীর ছড়ানো
তেমনি করে ভালোবাসো ।।

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.