শাহানা সিরাজী’র কবিতা

 

বিস্তৃতি-
 
প্রেম
 
চঞ্চল প্রেম
তারুণ্যের আদলে লুটিয়ে পড়ে
যার নেই স্থায়ী কোন রূপ মেঘের স্বরূপ চলন
মানব হৃদয় কেঁদে কেঁদে যায় অমিয় অশ্রুত বাসনায়
আমার মতো
 
 
বিস্তৃতি -
 
মিথ্যে
 
মিথ্যে বলা
ধবংস বিশৃঙ্খলা
অবিরত খুঁড়ে চলা চাতুরীর মাটি
যেন নিজের ভেতর লেলিহান শিখা
আগুনের
 
 
 
বিস্তৃতি-
 
অন্ধকার
 
অন্ধকার
কালো, ভয়ঙ্কর
রাতের অন্ধকার অন্ধকার নয়
মনের অন্ধকার জীবনকে কাঁদায়
কুসংস্কার..
 
 
বিস্তৃতি-
 
শীতলক্ষ্যা
 
শীতলক্ষ্যা
প্রবাহিত নদী
যাত্রী বোঝাই কতো নৌকা- লঞ্চ বুকে তার
পাই না খুঁজে জেলের নৌকায় তোমার মতো কেউ
ভেঙে যায় পাড়
 
 
বিস্তৃতি-
 
আবেগ
 
আবেগপ্রবণ
হুঁস-দিশ কম,এলোমেলো
আবেগের কাছে সমর্পিত মানুষ বেভুল
তাই তো হাতে কস্কো সাবান,সর্ষে ইলিশ ছিলো অমৃত
হৃদয় কাঁদে।
 
 
বিস্তৃতি-
 
জীবন
 
জীবন
উপভোগ্য, চপল,সুন্দর,অভিলাষী
অর্থের পেছনে ছুটন্ত মানুষ বিলাসী
ভালোবাসা ছাড়া অন্য কিছুই জীবনকে অর্থপূর্ণ করে না
প্রেমের জয়...
 
 
বিস্তৃতি-
 
মন
 
মন যেন তরুলতা
লতার মতোই পেঁচিয়ে চলে ডালে ডালে
সাগরের গভীরতা মাপতে পারো মনকে নয়
মনের অতল তলে তুমি ছাড়া দেখি না আয়নাও
ব্ল্যাকহোল.…
 
 
বিস্তৃতি
 
প্রিয়তমা
 
প্রিয়তমা বলো
সবচেয়ে আপন, পরানের গহীন
বৃষ্টির মতো ভিজিয়ে রাখো সারাদিনমান
ধ্রুব সত্ত্বায় বোধগম্য স্পর্শের অতীত অনুপ্রাণন
জমকালো প্রেম
 
 
বিস্তৃতি -
 
প্লে
 
প্লে প্লে
নানান উপচার,নানান ব্যঞ্জনা,
জীবনের নিগূঢ় তত্ত্ব প্রতীকী আয়োজনে ব্যাপ্ত
এমন আয়োজনে হররোজ আসিন হয়ে দেখি
উপহাস
 
 
বিস্তৃতি -১০
 
সুখ-দুঃখ
 
সুখ-দুঃখ
আনন্দ-বেদনা,হাসি কান্না
নিজস্ব বৈভবে যা কিছু সাজাই
তারই আঘাতে কিংবা আশাতে কাঁদি কিংবা হাসি
বটচ্ছায়া

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.