নতুন ভোরে হীরের কুচি: এক অনন্য কিশোরকবিতাগ্রন্থ ।। বোরহান মাসুদ
আঞ্চলিক শব্দকে কাব্যময় করে সার্থকতা লাভ করেছেন বাংলার প্রধান কবি আল মাহমুদ। সেই পথেই হাঁটছেন বর্তমান সময়ের আরেক উজ্জ্বল কবি ও ছড়াকার মনসুর আজিজ। তিনি নতুন ভোরে হীরের কুচি কিশোরকাব্যগ্রন্থটি লিখে আমাদের নতুন একটি ভোর উপহার দিয়েছেন। ২০১১ সালের একুশে বইমেলার প্রকাশিত কিশোর কিশোরীদের সেরা বইয়ের তালিকায় রাখা যায় নতুন ভোরে হীরের কুটিকে। এই বইয়ের বেশকিছু কিশোরকবিতা আমাদের পাঠ্য বইতে থাকা দরকার। জলকচুরি শিরোনামের কবিতাটির কিছু অংশ পাঠ করলেই বুঝতে বাকি থাকবে না এই ছড়া কবিতাগুলো কতটা শক্তিশালী আর ছন্দ-তালের দ্যোতনায় হৃদয়গ্রাহী।
জলের ভিতর জলকচুরি পতাকা রঙ জামা খুলে হাসে
আলতো ঢেউয়ে দুলকি তালে হেলে দুলে ভাসে
বনময়ূরে পেখম তুলে ফুলগুলো দেয় দোলা
বুক পকেটে শিশির কণা জলের বুতাম খোলা
............
জলকচুরি পরীর মেয়ে নামলো বুঝি ডানা ভেঙে জলে
জলপিড়িতে বসে বসে জলকচুরি ধির গতিতে চলে।
নতুন ভোরে হীরের কুচি গ্রন্থের প্রতিটি কবিতার এক একটি লাইন নিয়ে যদি আলোচনা করা হয় কাব্যগ্রন্থের কবিতার সংখ্যার চেয়েও আলোচনার অক্ষর বেড়ে যাবে। কবি মনসুর আজিজ শুধু আঞ্চলিক শব্দ দিয়ে ছড়া বা কবিতা সাজাননি। তার প্রতিটি কবিতায় অলঙ্কার এবং ছন্দ আছে। চিত্রকল্প ও উপমায় আমাদের দৃষ্টিকে কবি নিয়ে গেছেন সাগরের গহীন তলদেশে। তিনি স্বপ্ন দেখেন এবং আমাদেরও স্বপ্ন দেখান। স্বপ্ন দেখার গান কবিতায় সে কথাই ধ্বনিত হয়েছে।
বড়ো হবার স্বপ্ন অনেক সাধ হলো যার বেশি
ত্যাগী জীবন গড়তে হলে শক্ত করো পেশী
বইয়ের ঘরে দাও হানা দাও লুটে আনো জ্ঞান
আকাশটাকে হৃদয় বানাও সবুজের উদ্যান।
............
বড়ো হবার স্বপ্ন বোনা সাচ্ছা ছেলের কাজ
বড়ো হবার কষ্ট সহায় নাই কোনো ভয় লাজ
সত্যিকারের স্বপ্ন দেখো সঠিক জীবন গড়ার
শান্তি দিয়ে বিশ্ব সাজাওÑ তৃপ্তি নিয়ে মরার।
বৃষ্টি নিয়ে অনেকেই ছড়া কবিতা লিখেছেন। অনেকের লেখাই গতানুগতিক। কবি মনসুর আজিজ বৃষ্টি নিয়ে লিখেছেন ভিন্ন রূপের কবিতা।
টুপটাপ টুপটাপ টুপটাপ টুপ
বৃষ্টির ফোঁটাগুলো বিলে ঝিলে দেয় শুধু ডুব
ডুব দেয় চুপচুপ পদ্মেরা চেয়ে থাকে খুব
রৌদ্রেরা ফিক করে হেসে ওঠে
রাঙাবউ লাল টুকটুক।
পুরো কবিতাটি না পড়লে রূপময় বৃষ্টিকে বুঝা যাবে না। শূন্যের উপর বৃষ্টির মানচিত্র কিভাবে আঁকতে হয় তা এই কবিতাটি পড়লে জানা যাবে। এমন মজার কাব্যগ্রন্থটি সংগ্রহ করে আমাদের পড়ে ফেলা উটিৎ। এই কাব্যগ্রন্থে আরেকটা ছড়া কবিতা আছে যা পড়লেই আমাদের হৃদয়ের মাঝে ঢেউ খেলে যায়। মেঘনা নদীর ঘেলা পানি পাড়ি দিয়ে পাঠক চলে যান এপার থেকে ওপারে। নদীভাঙা মানুষের বাস্তব চিত্র মনসুর আজিজ আঁকতে পেরেছেন নিজের ঘরবাড়ি মেঘনা গিলে খেয়েছে বলেই।
মেঘনা গিলে মরিচ ক্ষেতের আল
ছিপ বাওনের ঘাটলা গিলে, গিলে গাঁয়ের খাল
মেঘনা গিলে ছোট্ট মনের স্মৃতি
লাল কলসের চাড়ার মতো দেয় ভেঙে সম্প্রীতি।
............
মেঘনা আমার ঘর ছাড়ানো স্বজন
আমার মতোন স্মৃতি কাতর কজন?
উড়িয়ে দাও পায়রাগুলো খাঁচা থেকে
নীল আকাশে দেখতে থাকো মেঘের সাথে দাপাদাপি
চিন্তাশীলের মনের আকাশ নীল আকাশের চেয়ে বড়ো।
নতুন দিনের ভোর মানে তো অনেক দিনের বীজতলা ভাই
রোপতে হবে সম্ভাবনা তোমার কোমল দুহাত দিয়ে।
এই গ্রন্থে মোট ২৮টি কিশোরকবিতা আছে। সবগুলো কবিতাই নির্ভুল ছন্দে চমৎকার উপমা ও বিষয়ে সাজিয়েছেন কবি। বেশিরভাগ কবিতাতেই আমাদের গ্রামীণ রূপসৌন্দর্য চমৎকার চিত্রকল্পে ধরা দিয়েছে। কবি নতুন করে সৃষ্টি করেছেন হারিয়ে যাওয়া গ্রামীণ শব্দগুলোকে। পুরোনো এই শব্দগুলো হীরের কুচির মতোই উজ্জ্বল। চমৎকার এই বইটি উৎসর্গ করা হয়েছে আরেক বিখ্যাত ছড়াকার ফারুক নওয়াজকে। চমৎকার এই বইটির প্রচ্ছদশিল্পী মোমিন উদ্দীন খালেদ আর অলংকরণ করেছেন রকিবুল হক রকি। মুক্তদেশ থেকে প্রকাশিত এই বইটির দাম রাখা হয়েছে একশ টাকা। বইটির বহুল প্রচার কামনা করছি।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#গ্রন্থালোচনা
#বইআলোচনা
#বইপত্র
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন#ওয়েব_ম্যাগাজিন
#Molakat
#Book_Review
#Book_Discussion
#Literature
#Bengali_Literature
#বোরহান_মাসুদ
#মনসুর_আজিজ
No comments