নজরুল সংগীতে নান্দনিকতা : নজরুলের গানের ভেতরে ঘোর লাগা বয়ান ।। সুদীপ্ত হাননান

 
জীবনের সেই প্রথমবেলা থেকে শোনে আসছি যিনি গান বা সুর ভালোবাসেন তিনি মানুষ খুন করতে পারেন না। সুরের মূর্ছনা নিয়ে নানা মিথ প্রচলিত আছে। আমাদের এই বাংলাদেশ অঞ্চলে দীনেশচন্দ্র সেন, ওস্তাদ আলাউদ্দিন আর শিল্পী এস এম সুলতান সাহিত্য, সুর আর চিত্রকলায় এনেছিলেন যুগান্তকারি (বৈপ্লবিক) পরিবর্তন। কিন্তু আবহমান বাঙালি জীবনে সুর বা গানের বিষয়টি তাদের জীবনলগ্ন থেকেই রয়েছে। ভাষার এক ব্যতিক্রমী প্রকাশ সুর বা সংগীত। সুরের মাঝে কত রূপ কত ধারা যে আছে! শ্রদ্ধেয় প্রিয় মোহাম্মদ আবুল খায়ের নিজের জীবনে অস্থিমজ্জায় জড়িয়ে থাকা বোধ এবং সময়ের প্রয়োজনে বুদ্ধির পরিচর্যায় গবেষণাধর্মী 'নজরুল সংগীতে নান্দনিকতা' বইটি সৃষ্টি করেছেন গভীর মমতায়। সরকারি সংগীত কলেজে অধ্যাপনায় সংশ্লিষ্ট 'তে গিয়ে বইটির দৃশ্যমান কাজের প্রণোদনা তিনি পেয়েছেন। কিন্তু তাঁর নিজের জীবন ছিলো নজরুল সংগীতে সমৃদ্ধ। ফলে নান্দনিকতাকে নজরুল সংগীতের ভেতর দিয়ে খোলসা করা তাঁর পক্ষে হয়েছে সহজতর। কিন্তু যত সহজভাবেই আমরা বলি না কেন, ভালো লাগার অবস্থাটিই ব্যক্তির নান্দনিকবোধের মাপকাঠি, তত সহজভাবে গ্রন্থাকারে নান্দনিকতাকে উপস্থাপন করা সম্ভব না। কিন্তু সেই কাজটি আমাদের জন্য খায়ের স্যার নিজের পরিশ্রমী উদ্যোগ দিয়ে সফল করেছেন।কাজী নজরুল ইসলামের গানের ভেতর দিয়ে নান্দনিকতা প্রকাশ করার বিষয়টি সংগীতপ্রেমীগণের জন্য এক ভিন্নমাত্রা পাওয়া।
 
'নজরুল সংগীতে নান্দনিকতা' বইটি প্রকাশিত হয়েছে ২০১৪ সালে। প্রকাশ করেছে অ্যাডর্ন পাবলিকেশন, মূল্য : চারশত ত্রিশ টাকা। ওই বছর মানে ২০১৪ সাল থেকেই বইটি আমার নিকট রয়েছে। কিছু কিছু বই আছে মনের কিছু কিছু অবস্থায় তা একান্ত সঙ্গী 'য়ে তা প্রিয়জনের বিকল্প 'য়ে উঠে - এই বইটি সংগীত জগতের গুণীজনের তেমন একটি বই।
 
বইটি যেসব বিষয়ে পাঠককে নানা চুলচেরা বিশ্লেষণসহ নান্দনিকতায় নজরুল সংগীতের গভীরে নিয়ে যেতে সহায়তা করবে সেই বিষয়গুলো 'লো :
 
. সংগীত নন্দনতত্ত্ব
. দেশের গান : রূপের ইন্দ্রজাল দ্রোহের নান্দনিকতা
. গজল : গোলাপের পাপড়িতে নার্গিসের সৌরভ
. আধুনিক গান : চিরকালের হৃদয়োত্থিত সুর-বাণী
. রাগপ্রধান গান : গোচরীভূত সুরের দীপাবলি
. ধর্মভিত্তিক গান : নিগূঢ় সত্যসন্ধানের পথরেখা
. লোক অঙ্গের গান : বিচিত্র লোকসুরের শোভাবাজার
. নজরুল : স্বাতন্ত্রিক সুরভাষার স্রষ্টা
 
শিল্প-সাহিত্যের সবচেয়ে অসহায় কিন্তু সবচেয়ে সুরগ্রাহী স্রষ্টা হলেন কাজী নজরুল ইসলাম। এই যে আমরা সুরভক্ত সাধারণ মানুষেরা গানের বাণী, সুরকে নিজের বোধের সমান্তরালে ফেলে গানের ভালোমন্দ নিজের মাঝে স্থির করি তারা খুব বেশি "রাগ" বিষয় বুঝি না। কিন্তু সেই রাগ প্রধার সুরের লহরীর স্বাদ যদি আমরা হৃদয়বোধে কানে আনার পর্যায়ে যেতে পারি, যদি পাই তেমন একটি সময় বাস্তবতা তাহলে নিরেট গণমানুষেরও মনে তা প্রভাব ফেলবে - এটা সেই "রাগের" অন্যতম গুণ। অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের নজরুলের গানের নানা রাগের পরিচয় বইটিতে এনেছেন দক্ষতার সহিত। আমরা যারা নজরুলকে একজন মুসলিম সাহিত্যিক বা বিদ্রোহী কবি বা একজন অসাম্প্রদায়িক শিল্পী হিসেবেই দাবী করি, তারা অবাক হয়ে বুঝতে পারবেন নজরুলের গানে বাংলার বা ভারতীয় অঞ্চলের রাগসমূহ কত অদ্ভুতভাবে রয়েছে।
 
১. রাগ মেঘমল্লার
২. রাগ জয়জয়ন্তী
৩. রাগ মেঘ
৪. রাগ নটমল্লার
৫. রাগ শুধ্ সারং
৬. রাগ সুর মল্লার
৭. রাগ কেদার জয়জয়ন্তী
৮. রাগ মিয়া কি মল্লার
৯. রাগ প্রতাপবরালী
 
"কাফি ঠাটের অন্তর্গত মেঘ, মল্লার রাগ বর্ষার প্রতীক হিসেবে চিহ্নিত। মেঘ সংগীতশাস্ত্রে শান্তি সান্ত্বনা পবিত্রতার প্রতীক। মেঘমল্লার হল গ্রীষ্মের মল বা ক্লান্তি হারক রাগ।" জানাচ্ছেন অধ্যাপক আবুল খায়ের। গ্রীষ্মের মেঘের গর্জনে আমরা নিরালায় মনের দাবী থেকে যে কেন সুরে আত্মসমর্পণ করি - বুঝে নিন।
 
কাজী নজরুল ইসলাম যে আসলেই এক স্বাতন্ত্রিক সুরের ভাবের স্রষ্টা তা 'নজরুল সংগীতে নান্দনিকতা' বইটির স্বাদ সম্পন্ন 'লে আরও ভালোভাবে বুঝা যাবে।

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com

#গ্রন্থালোচনা
#বইআলোচনা
#বইপত্র
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#মোলাকাত
#সাহিত্য_ম্যাগাজিন
#ওয়েব_ম্যাগাজিন
#Molakat
#Book_Review
#Book_Discussion
#Literature
#Bengali_Literature
#মনিরা_মিতা
#সুদীপ্ত_হাননান
#কাজী_নজরুল_ইসলাম
#মোহাম্মদ_আবুল_খায়ের 

No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.