মুহিবুল হাসান রাফি’র কবিতা
নির্বাসন
কাশ্মীরের এলোপাতাড়ি রক্তিম বরফে
ফিলিস্তিনের লাশের ধ্বংসস্তুূপে
সাইবেরিয়ার শীতল হিমে।
প্রত্যুত্তরে পেয়েছি একরাশ নীরবতা
না ফেরা প্রতিধ্বনি
স্মৃতি ধ্বসে ভেঙে পড়া অস্তিত্বের ধ্বংসস্তূপ।
প্রতিটি ভগ্ন সৃজিত ইমারতে স্মৃতি লেপ্টে আছে
সুচ ফোঁটার মতো গেঁথে আছে
রক্তের শিরা-উপশিরায়
যুদ্ধবিধ্বস্ত মসজিদের মিম্বারে
ধুলোমাখা গালিচায়
ব্যর্থ আহ্বানের প্রার্থনায়
প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের পুড়ে যাওয়া ঘ্রাণে
নৈঃশব্দ্যের রঞ্জিত যুদ্ধের ফাঁদ
নিজের রক্তে ডুবে মরার নির্মম ইতিহাস
নদীতে ভেসে ভাসে উচ্ছিষ্ট আত্মা
রক্তাক্ত ছায়ায় বিষাক্ত উপত্যকায় - বাতাসে মিশ্রিত আছে
কুফরের শ্লোক, প্রতিহিংসার দগ্ধ বর্ণমালা
তবুও কেন ভাটায় লেখা থাকে
বিলীন, মরীচিকা, নাম, অবান্তর, আমরণ, অনিশ্চিত।
হবো নির্বাসিত নাম
বিস্তৃত বিস্মৃত কবর
ইতিহাসবিহীন এক অন্তিম শূন্যতা।
ঘুরে ফিরছি, পৃথিবীকে কেন্দ্র করে।
আমি কেবলই ছুটছি,
নির্দিষ্ট নিশানায়।
নেই কোনো সুখ।
ক্ষুধার্ত পেটে দরিদ্রতার জ্বালা,
ঘুমহীন চোখে স্বপ্ন ছোঁয়ার প্রত্যাশা।
সাজিয়ে রাখি সযত্নে।
পায়ে আলতা, এক জোড়া নূপুর,
লাল বেনারসী, মাথায় সিঁদুর,
শেষ মুহুর্তের স্টেশনে।
ভালোবাসি শূন্যতা, দরিদ্রতা,
প্রতিনিয়ত অনিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে।
আমার তুলির মোহ ছড়ানো বিস্তৃত,
অনিশ্চিত মৃত্যুর ক্যানভাস জুড়ে।
ঘুরে ফিরে একই স্টেশনে,
কেবল মৃত্যুকে সংঘর্ষ করে।
কত আত্মা পুড়ে যায় ফসফরাসের দগ্ধ আগুনে।
মিশে যায় হিংস্রাত্মক বিষের ধুলো,
অথচ শ্বাস নিই দম বন্ধ রেখে
সাইরেনের গর্জনে,
চাপা পড়ে যাওয়া নিষ্পাপ আর্তনাদে।
সিসমোগ্রাফে নির্ণীত হচ্ছে মাত্রা।
হিমোগ্লোবিনের রাসায়নিক সংকেত ক্ষয়ে মুছে গেছে,
শুধু রয়ে গেছে হিস্টোগ্রাফের গাঢ় বর্ণিল রেখাগুলো,
যেথায় নির্ধারিত কোন মুহুর্তে মৃত্যু।
নিউরনের পৃথকে বন্দি বিদ্রোহ,
গ্যালিলিও'র পড়ন্ত বস্তুতে পড়ে যায়,
হেরোডোটাসের ইতিহাস,
অথচ জিতেও হেরে যায় গনিতের ভুল সমীকরণে।
অজানা অব্যক্ত ঘূর্ণিতে,
অস্তিত্বহীন শেষ পঙক্তিতে
সীমাবদ্ধ আমাদের নিয়তি।
তবেও জরাজীর্ণ চূর্ণবিচূর্ণ অক্ষরের ভেতরে খুঁজে ফিরি,
একটি ঘোর সন্ধ্যা,
একেকটা অক্ষরবিদারী সন্ধ্যা।
আমার আগমনের অপেক্ষামান পৃথিবীতে
দুঃখের লেলিহান, আমায় করেছে ঘ্রাস
ঐ বুকে, পুর্নজন্মে আর ফিরবো না।
ঐ ধরণীর বুকে
যেখানে স্বার্থ ও চাহিদাকে কেন্দ্র করে
শামুকের খোলসে থাকা প্রাণীর মতো
একান্তই নিজের আনন্দ খুঁজে।
কোনো সৌন্দর্যের মাঝে
বাকি সবই তো নিষিদ্ধ আমার জন্য
চার দেয়াল আর অন্ধকার রাত ছাড়া।
কোনো লেখনীর আত্মায়
যাতে রচিত না হয় আমায় নিয়ে কিছু
কোনো বইমেলা স্টলের সুদর্শনে।
আফসোস করবে এই নশ্বর পৃথিবী
আবারো তাঁরা চাইবে, আমার পুর্নজন্ম।
বলে গেলাম নিষ্ঠুর পৃথিবীর সম্মুখে
ফিরবো না আমি
কখনো, আমি ফিরবো না আর।
যৌবনের স্বপ্নে,মাধুর্য আবেগ মিশিয়ে বেশ কয়েক লাইন,
পাঠিয়েছিলাম পোস্টের খামে
সেই চিঠি এখনো পাওনি,আমি জানি।
ভুল ঠিকানায় যায়,
প্রাপকের ঠিকানা মুছে যায়,ভুল হয় পোস্টকোড
অতঃপর সব চিঠি ঠিকঠাক পৌঁছায় না, প্রাপকের কাছে।
এখনো লেপ্টে আছে স্মৃতিগুলো,
গোধূলী বেলার খেয়াঘাট,খোলা চুল
উঁচু খোঁপা, অপেক্ষিত কত আয়োজন।
পত্রিকার শিরোনামে, কত কলাম
অথচ নেই কোনো প্রশান্তি।
কাজী নজরুল,শরৎচন্দ্র সকলেরই কবিতা ভীষণ প্রিয়
অথচ জানতেই পারোনি
শত রাত তোমায় ভেবে লিখেছি
দেরাজে বন্ধ দুইশো এগারোটি কবিতা।
ইটের গায়ে জমেছে পাপের শ্যাওলা আস্তরণ,
ঘনীভূত হয়েছে পুঞ্জীভূত শিলালিপি,
জীবিত লাশেরা দিব্যি ঘুরে বেড়ায়,
নিত্য নির্ভয়ের নির্লজ্জ নগ্নতায়,
শেকঁড় উপড়ে গেছে সভ্যতার।
মিম্বারের নেতৃত্বে জং ধরেছে,
পুড়ে যাওয়া সভ্যতার ছাই।
পথঘাট তেপান্তর লাশের,আস্তানার শিরোনাম,
মানুষের শরীরে টগবগ করছে,
প্রতিশোধের প্রবল ইচ্ছার,
রক্তচোষা আদর্শ।
চলাত ঢেউয়ে বয়ে নিচ্ছে রক্তাক্ত ইতিহাস।
ঘূর্ণনের শেষ প্রান্তে প্রশ্ন ছুঁড়ে দিই শূন্যতার শূন্যে,
মানুষ কেন আর মানুষ নেই?
শুধুমাত্র একদলা জৈবনিক বিক্রিয়ার বিকৃতির মাংসপিন্ড।
ইটের গায়ে জমেছে পাপের শ্যাওলা আস্তরণ,
ঘনীভূত হয়েছে পুঞ্জীভূত শিলালিপি,
জীবিত লাশেরা দিব্যি ঘুরে বেড়ায়,
নিত্য নির্ভয়ের নির্লজ্জ নগ্নতায়,
শেকঁড় উপড়ে গেছে সভ্যতার।
মিম্বারের নেতৃত্বে জং ধরেছে,
পুড়ে যাওয়া সভ্যতার ছাই।
পথঘাট তেপান্তর লাশের,আস্তানার শিরোনাম,
মানুষের শরীরে টগবগ করছে,
প্রতিশোধের প্রবল ইচ্ছার,
রক্তচোষা আদর্শ।
চলাত ঢেউয়ে বয়ে নিচ্ছে রক্তাক্ত ইতিহাস।
ঘূর্ণনের শেষ প্রান্তে প্রশ্ন ছুঁড়ে দিই শূন্যতার শূন্যে,
মানুষ কেন আর মানুষ নেই?
শুধুমাত্র একদলা জৈবনিক বিক্রিয়ার বিকৃতির মাংসপিন্ড।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#কবিতা
#মোলাকাত
#মোলাকাত
#Molakat
#poetry
#Literature
#Bengali_Literature
#সাহিত্য_ম্যাগাজিন#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#মুহিবুল_হাসান_রাফি
No comments