ছন্দে ছন্দে কবি আবদুল হাই ইদ্রিছী’র সাক্ষাৎকার
কবি আবদুল হাই ইদ্রিছী’র ১ জুন জন্মদিন। ১৯৮৬ সালে কবি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের জন্মগ্রহন করেন। তাঁর পিতা আলহ্বাজ মাওঃ ইদ্রিছ আলী (অবঃ প্রধান শিক্ষক) ও মাতা আছমা বেগম। আবদুল হাই ইদ্রিছী একাধারে কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক ও সংগঠক।
কেমন আছেন প্রিয় কবি
একটু খানি বলুন,
সামনে একটু চলুন।
অনেক অনেক ভালো আছি
শুকরিয়া জানাই তাই,
কোন বাধা-ই নাই।
চলছে কেমন লেখালেখি
কোন বিষয়ে করছেন,
কলমটাকে ধরছেন?
সময় আমায় বিষয় ধরায়
হচ্ছে লেখা ভালো,
ছড়িয়ে দেবো আলো।
কবে থেকে লেখা শুরু
কোন পত্রিকা ছাপে,
কেমন চোখে মাপে?
পাতাকুঁড়ির দেশ-এ ছাপে
শুণ্য দশক লেখা,
বলে হলো শেখা।
ছড়া লিখেন প্রতিদিন-ই
যখন যেটি ঘটে,
আসে হৃদয় পটে?
বিবেক আমায় তারা করে
হালটা দেখে শিখি,
হেঁটে হেঁটে লিখি।
কি কি বলুন ভাল লাগে
বেশি বেশি করতে,
হৃদয়টাকে ভরতে?
আবদুল হাই ইদ্রিছী:
ভালো লাগে পড়তে বেশি
নতুন কিছু পেলে,
প্রকৃতিতে খেলে।
কি কি বিষয় দহন করে
ব্যথার নদে ভাসায়?
মনের সুখে হাসায়?
সম্প্রীতিতে দেখলে ভাটা
কলজেটা হয় ফানা,
তৃপ্তি মেলে দানা।
বলুন না কি করতে হবে
সুখি সমাজ গড়তে,
সুখগুলোকে ধরতে।
প্রতিহিংসা ঠেলে দিয়ে
ঐক্য গড়ে সবে,
শান্তি পাবে সবে।
নতুন যারা লিখছে তারা
কেমন করে লিখবে?
তারা কিছু শিখবে।
ধর্য্য নিয়ে থাকতে হবে
নয় তো সহজ পথটা,
জানবে সবার মতটা।
জন্ম দিনের অনুভূতি
একটুখালি বলুন,
এই-বলেই এবার কবি
শেষের দিকে চলুন!
রোদে পুড়ে কাটছি পাহার
মাঠ গড়িবার আশে,
একটু শীতল পানি নিয়ে
কেউ দাঁড়ায়নি পাশে!
ব্যস্ততাতেও সময় দিয়ে
ধন্য করে দিলেন,
মনে আসন নিলেন।
খুশি হলাম অনেক অনেক
ভালোবাসা থাকলো,
স্মৃতি ধরে রাখলো।
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#সাক্ষাৎকার
#মোলাকাত
#মোলাকাত
#Molakat
#Interview
#Literature
#Bengali_Literature
#সাহিত্য_ম্যাগাজিন#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#আবদুল_হাই_ইদ্রিছী
#আলী_আহমাদ
No comments