সাফিকা জহুরা জেসী’র কবিতা
তবু তোমাতেই বিভোর থাকি
বিভোর করা গন্ধে জড়িয়ে রেখেছিলে...
প্রশান্তির হিম হয়ে!?
ছায়া চিনে বেড়াই?
আমি তোমার সুধা মেখে দাওয়ায় আঁচল বিছিয়ে
মৌন সুতোয় গাঁথব আমাদের প্রেমের অদৃশ্য ছবি!
যার জন্য না জানিয়ে মুখ ফিরিয়ে নিলে
নাকি অন্য কাউকে পাবার সাধনা পূরণ হলো
যার জন্য মাঝপথে এসে আমার হাত ছাড়লে
খুব বেশি যত্ন নেয় বুঝি
আমার মতো কথায় কথায় মান করে না
নাকি তার সব দোষ ভালোবেসে আপন লাগে
কোনো ভুলই ভুল মনে হয় না!
পান থেকে চুন খসলেই সব শেষ
অভিমানে গাল ফোলালে, ভুল করেও কাছে এসে
মান ভাঙানোর ইচ্ছে জাগেনি
আমার বায়নাগুলো ছিল তোমার কাছে বিরক্তিকর
কোন মানুষটা বলো তো ভালোবাসলে ভালোবাসা চাইবে না
কোন মানুষটা অপেক্ষা করবে না খোঁজ নেবার, দেখা পাবার!?
ঠিক তোমার মনের মতন;
যেমনটি তুমি আমায় ফেলে গেলে
এই আমিটাকে একেবারে নিঃস্ব করে দিলে!!
আমিও একটু হারাতে চাই কাশের দোলায়
দাও না একমুঠো শরৎ আমায়!
আমিও একটু নাচতে চাই শারদীয়ায়
চারিদিকে বাদ্য-বাজনা, মাতাল করা সানাই
সব ভুলে উল্লাসে হারাতে আমারও তো মন চায়!
নীল সাদা আর কালো ডোরাকাটা আল্পনায়
নতুন নতুন গল্প বানাই এই শরতের মনমোহনায়
আলতা নূপুর আর রোদেলা দুপুরে হৃদয়ের গান শোনায়!
হারাব শিশিরের স্পর্শ আর হিমেল হাওয়ায়
শিউলি আর টগরের সুবাসে গোধূলিকে জানাব বিদায়
একমুঠো শরৎ দেবে আমায়? দাও না একমুঠো শরৎ আমায়!!
একেবারে শুরুতে যাবার দরকার নেই
আমাদের কথা বলা শুরু হবার দিনগুলো তেমনই থাকুক;
সেসময় পর্যন্ত ব্যাকে যাবে যখন থেকে একে অপরের সাথে কথা না-হওয়ায় অস্থিরতা শুরু হয়
সেই মুহূর্ত অবধি রিওয়াইন্ড করবে, যেখান থেকে একে অপরের প্রতি টান জন্ম নেয়; মন-মস্তিষ্কে কেবল একজনেরই খেয়াল রয়,
যেখান থেকে অধিকার জন্ম নেয়!
ঠিক আগের মতোই চলতে থাকবে...
অভিমান আর অভিযোগ জন্ম নেবার বন্ধনে আবদ্ধ হব না আর কখনো!
অনেকটা পথ পার করে ফেলেছি, যেখান থেকে ফেরা যায় না
অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছি যা আজকাল বাস্তবে মেলে না
অনেকটা অধিকার দাবি করে বসেছি, যার সবটা খাটে না।
অনেক অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছি,
যান্ত্রিক গোলযোগের মতো বিষণ্ণতায় পূর্ণ এখন জীবন আমার-
বেঁচে থাকার মতো সামান্য স্বস্তি চাই
তোমার আমার সম্পর্কটাকে অন্তত একবার রিওয়াইন্ড করতে চাই!!
ডলে-পিষে আরও অদ্ভুত রঙে রূপান্তরিত হয়
আফসোস, যতই গাঢ় হোক, সে তো ক্ষণস্থায়ী
হুম! মেহেদির কথাই বলছি;
বারবার সে রঙে নিজেকে রাঙাতে চায়!
এরপর ফিকে হওয়া শুরু করলে মন-প্রাণ বিষাদে ভরে যায়
তারপর, একসময় একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়...
বারবার হারানোর ব্যথা সয়ে নেওয়া খুব সহজ নয়
তবে
মন চায়
মন পড়ে রয় সেই ভালোলাগার আশায়
পথ চেয়ে রয় ভালোবাসা ফিরে পাবার প্রত্যাশায়!!
স্বচ্ছজলের সমুদ্র হতাম
পুরো আকাশের নীল ধারণ করে
নীলে নীলে বাসর সাজাতাম
কী ক্ষতি হতো, যদি এমন হতো?
নোনাজলের সাগর হলাম?
আমি উড়নচণ্ডী হতাম!?
নিজের স্বপ্ন নিজে সাজাতাম
বাধা-বিপত্তি লড়াই করে
লোকভয় আর নিন্দা তুচ্ছ করে
কখনো ঘুড়ি, কখনো পাখি হয়ে
লাগামহীন জীবন যাপন করতাম
দোষ কী ছিল, যদি উড়নচণ্ডী থেকে যেতাম!?
সত্যি বলছি, সারাজীবন উড়নচণ্ডী রয়ে গেল মন!!
উভয়ের হৃদয়ে সমান জল থই থই না-ও করতে পারে
তবে কি জানো, সত্যিকারের ভালোবাসা একবার জন্মে গেলে, যেখানেই থাকো আর যেভাবেই থাকো, ভালোবাসা ভালোবাসার জায়গায় অপরিবর্তিত রয়ে যায়, ঠিক
যেমনটি চাঁদ থাকে আকাশের ঠিকানায়!
মাঝে মাঝে ঘন কুয়াশা বা কালো মেঘে আড়াল হয়ে যায়,
ভালোবাসাও ঠিক তেমনই
যতই চড়াই-উতরাই আসুক,
সকাল সকাল কেউ মুছে দিতে পারবে কপালের বলিরেখা
অতৃপ্ত শুষ্কঠোঁটে এঁকে দিতে পারবে বেদনা লুকানোর হাসি
পারবে মিছেমিছি স্বপ্নের গভীরে নেশার ঘোরে ঠেলে দিতে
কেউ এসে কলিংবেল বাজিয়ে তাড়া দেবে প্লিজ দিন শুরু করবার
না-হয় রেগে গিয়েই এসে বলো, বেলা ফুরোলো, এবার চোখ মোছো
এক প্রহরকে আরেক প্রহরের পথে পৌঁছে দেবার সাহস দিতে পারবে আমায়
জানি পারবে না, কেউ পারবে না...
ঘুমহীন রাতকে কীভাবে সুপ্রভাত জানাই
একাকিত্বের জীবনেও একা থাকার নেইকো উপায়
কেন শামসুর রাহমান, শরৎচন্দ্র আর সুনীলের কবিতারা দংশায়
বারবার আমাকে মনে করিয়ে দেয়
কোথাও কেউ নেই
আমার যে কোথাও কেউ নেই অপেক্ষায়!!
কেউ কি আছে থমকে দাঁড়িয়ে
তবুও কেন কেবল একজোড়া চোখ বিশ্রামহীন একটু স্বস্তির অপেক্ষায়
একটু ঘুমের অপেক্ষায়!?
একটু স্বস্তির ঘুম দাও না আমায়!!
পাশবালিশটাও বড্ড ক্লান্ত জল ধারণ করতে করতে
শুকোতে দেবার সুযোগই পাই না!
একবারও ভাবলে না, এই শূন্য বুকটা তোমার জন্যই খাঁ খাঁ করে
শখ করে কিনে রাখা সোনালি জরি-পাড়ের লাল তাঁতের শাড়িটা আর বুঝি পরা হবে না কোনোদিনও;
এতটা পাষাণ কীভাবে হলে তুমি? কীভাবে পারছ এভাবে কাঁদাতে?
তাই আমার সাধনা বিফলে গেলেও একদিন ঠিকই আমি বৃষ্টি না হয়ে ঝরনা হয়ে মিশে যাব নদী কিংবা সাগরের সাথে,
আমার ভালোবাসা আমার অমূল্য জীবনীশক্তি
আমার মাঝে বাঁচিয়ে রাখব প্রকৃতি হয়ে!!
⭐ FOR ANY HELP PLEASE JOIN
🔗 MY OTHERS CHANNELS
🔗 FOLLOW ME
Facebook: facebook.com/molakat
Facebook: facebook.com/afsarnizam
Instagram: instagram.com/molakat
Instagram: instagram.com/afsarnizam
Twitter: twitter.com/afsarnizam
🔗 MY WEBSITE
🔗 CALL ME
+8801819515141
🔗 E-MAILL
molakatmagazine@gmail.com
#কবিতা
#মোলাকাত
#মোলাকাত
#Molakat
#poetry
#Literature
#Bengali_Literature
#সাহিত্য_ম্যাগাজিন#ওয়েব_ম্যাগাজিন
#সাহিত্য
#সাহিত্য
#বাংলাসাহিত্য
#সাফিকা জহুরা জেসী
No comments