নভেম্বর ২০২৩ : ক্যালেন্ডার


 বুলবুল সরওয়ার

বুলবুল সরওয়ার কবি ও কথাসাহিত্যিক। জন্ম ১৯৬২ সালের ২৭ নভেম্বর গোপালগঞ্জে। ৯ ভাইবোনের মধ্যে কনিষ্ঠ। মিশনারি স্কুল দিয়ে শুরু হয় তার শিক্ষা জীবন। ঢাকা মেডিকেলের স্নাতক অধ্যাপক ডা. বুলবুল সরওয়ার সরকারি, বেসরকারি, আধা-সরকারি এবং আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন দেড়-যুগ ধরে। হেল্থ এডুকেশনে মাস্টর্স করে কায়রো থেকে উচ্ছশিক্ষা নিয়েছেন জনমিতিতে। পিএইচডি গবেষণা করছেন ঐওঠ/অওউঝ নিয়েই।
এই কবির অনুবাদগ্রন্থ সংখ্যা ১৬। তিনি অনুবাদ শুরু করেন লিও টলস্টয়, ভিক্টর হুগো, আর্নেস্ট হেমিংওয়ে এবং আর্থার কোনান ডয়েল-এর কৈশোরক গদ্য রূপান্তর দিয়ে। কুরবান সাঈদের কালজয়ী গ্রন্থ ‘আলী অ্যান্ড নিনো’ অনুবাদের মাধ্যমে পূর্ণাঙ্গ ভাষান্তরে প্রবেশ বুলবুল সরওয়ারের। তার প্রায় সব অনুবাদই স্বীকৃতি পেয়েছে মৌলিক সৃষ্টির মর্যাদায়।
তিনি এগারোটি নোবেলজয়ী বইয়ের অনুবাদ করেছেন। এছাড়াও সিরাতের উপর লিখেছেন ‘নবীজীবনের শতকথা’ নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একশোটি বিষয়। এছাড়াও ১১টি কাব্যগ্রন্থ ও গল্প উপন্যাস মিলিয়ে তার প্রকাশিত মোট বইয়ের সংখ্যা পঞ্চান্নটির মতো।
পরিবারেও ছিলো শিল্প-সাহিত্যের আবহ। বিশেষত বাবার প্রভাব এবং বড় তিন ভাইয়ের উৎসাহ তাকে পেশাগত দায়িত্ব পালনের সাথে সাথে সাহিত্যেই ধ্যান-জ্ঞান করে নিয়েছেন। লেখালেখি শুরু শৈশবে। আজাদ-ইত্তেফাক থেকে শুরু কওে দেশের অধিকাংশ দৈনিক ও সাময়িকীতে লিখেছেন। কলকাতা-আসামেও সমান জনপ্রিয়। ১৯৮৯তেই ভারত থেকে প্রকাশিত গল্পগ্রন্থ ‘হিটলারের লাশ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। জনস্বাস্থ্যের অধ্যাপক বুলবুলের প্রিয় বিষয় চিঠি, আড্ডা, কফি এবং নজরুল। স্ত্রী দিলরুবা মনোয়ার, কন্যা আয়েশা তাজিন মাশরুবা ও পুত্র আয়হান নাভিদ নওরোজ।

ফিলিস্তিনের চিঠি

প্রিয় বোন, তুই লিখেছিস বাড়ি যেতে-
কিন্তু এখানে এখন তিমির রাত
এখানে এখন জুলুমের সাথে সত্যের সংঘাত।
মৃত্যু এসেছে চারদিক থেকে নেমে
জীবন প্রবাহ বারে বারে গেছে থেমে
তবু জালিমেরা থামেনি একটিবার
মরুর সায়রে পক্ষ মেলেছে রক্তের পারাবার।
বিশ্রাম নিতে লিখেছিস তুই, আহা-
আমাদের হাতে এখনও অনেক কাজ
দূরে থাক রাঙা স্বপ্ন-সৌধ-তাজ
মাথা গুজবার ঠাঁইটুকু বোন গড়তে পারিনি আজ।
সারা দিন রাত বুলেট বোমার গান
ঝলসে কেবল মৃত্যুঞ্জয়ী প্রাণ
অন্তিম হাসি হেসে মুজাহীদ রেখে যায় অভিমান।
কেন আমাদের তবু এতো পরাজয়?
এখানে কেবল শত্রুই শুধু নয়
প্রতিদিন বাড়ে হৃদয়ের ক্ষত, মুনাফেকী সংশয়।
তাই তুলে আছি আমরা সাহসী হাত
যদিও এখানে আজকে গভীর রাত
জুলুম-পাহাড় ভেঙে চুড়ে ফের জাগাতে সুপ্রভাত।
বলেছিস তুই, লিখি না অনেক দিন-
আমাদের হাতে মেশিনগানের নল
দু’পাশে বইছে নোনা রক্তের ঢল
এ কলম-কালি দিয়ে তোর চিঠি লিখব কি করে বল?
এখানে তাঁবুতে কতো অসহায় নারী
ইজ্জতহারা সম্ভ্রমহারা, তার-ই
শত চিঠি পাই অশ্রুতে লেখা, উত্তর আজো বাকী
বেঈমানী করে কি করে এ-হাত কাগজে কলমে রাখি?
দাবী করেছিস, ফিরতে একটিবার-
এখানে কোথাও নাই শান্তির নীড়
চারিদিকে শুধু ইবলিশ করে ভীড়
অথৈ সাগরে ভাসছে জীবন, মেলেনি সবুজ তীর।
তবু এরা আজো ঘুমুতে যায়নি, জেগে
যুদ্ধ করছে। (ঘরে ঘরে ভিখ মেগে
আমাদের মতো হয়নি অভাগা জাত)
জীর্ণ শিবিরে ভীড় করে তাই মুমিনের জান্নাত!
ডপ্রয় বোন, তুই আল্লাহর দরবারে-
মিনতী জানাস, আমিও এদের সাথে
যারা মজলুম মানুষের শোকে মাতে
‘তাদের খুনের বদলায়’ যেন টিকে থাকি সংঘাতে।
দোয়া কর, ‘প্রভু, ফুটুক এখানে দিন
গুঁড়ো হোক সব জালিমের সংগীন
শহিদী রক্তে ঝলসে উঠুক মুক্ত ফিলিস্তিন!’

পরিকল্পনা, গ্রন্থনা, গ্রাফিক্স : আফসার নিজাম


ক্যালেন্ডার ২০২৩
জানুয়ারি ২০২৩ : ক্যালেন্ডার
ফেব্রুয়ারি ২০২৩ : ক্যালেন্ডার
মার্চ ২০২৩ : ক্যালেন্ডার
এপ্রিল ২০২৩ : ক্যালেন্ডার
মে ২০২৩ : ক্যালেন্ডার
জুন ২০২৩ : ক্যালেন্ডার
জুলাই ২০২৩ : ক্যালেন্ডার
আগস্ট ২০২৩ : ক্যালেন্ডার
সেপ্টেম্বর ২০২৩ : ক্যালেন্ডার
অক্টোবর ২০২৩ : ক্যালেন্ডার
নভেম্বর ২০২৩ : ক্যালেন্ডার
ডিসেম্বর ২০২৩ : ক্যালেন্ডার

⭐ FOR ANY HELP PLEASE JOIN

🔗 MY OTHERS CHANNELS

🔗 FOLLOW ME

🔗 MY WEBSITE

🔗 CALL ME
+8801819515141

🔗 E-MAILL
molakatmagazine@gmail.com


No comments

নির্বাচিত লেখা

আফসার নিজাম’র কবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খ-কবিতা এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচী...

Powered by Blogger.