সেপ্টেম্বর ২০২৩ : ক্যালেন্ডার
সায়ীদ আবুবকর কবি, প্রাবন্ধিক, ছড়াকার, অনুবাদক ও শিক্ষাবিদ। ২১ সেপ্টেম্বর ১৯৭২ তারিখে জন্মগ্রহণ করেন যশোর জেলার কেশবপুর উপজেলাধীন পাঁজিয়া ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে। বাবা নূর মোহাম্মদ বিশ্বাস ও মা আমেনা খাতুন। তিনি যশোর বোর্ড থেকে এসএসসি ১৯৮৭, এইচএসসি ১৯৮৯ সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ অনার্স ১৯৯২ এবং এমএ ১৯৯৩ সালে উত্তির্ণ হন। বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজে ইংরেজি পদে সহযোগী অধ্যাপক হিশেবে শিক্ষকতা করছেন। তার স্ত্রী আলিমুন নাহার ফাতেমা চাঁপা। সন্তান ১. হোমায়রা তাসনিম, ২. মায়মুনা তাসনিম নুসায়বা, ৩. শিশ মোহাম্মদ জাকারিয়া।
সায়ীদ আবুবক’র ছড়া দিয়েই লেখালেখি শুরু। তিনি একজন প্রখ্যাত অনুবাদকও। ইংরেজি, স্প্যানিশ, রাশিয়ান, আরবি, চাইনিজ, উড়িয়া, মালায়ালামসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা। পোয়েম হান্টার ডট কম এর জরিপে সায়ীদ আবুবকর বিশ্বের শীর্ষ ৫০০ কবির অন্যতম।
সায়ীদ আবুবকর কবিতার বই প্রণয়ের প্রথম পাপ (১৯৯৬), জুলেখার শেষ জাল (২০০৪), সাদা অন্ধকারে কালো জ্যোৎস্নায় (২০০৬), মেসোপটেমিয়ার মেম (২০০৭), বঙ্গেতে বসতি (২০০৮), এবার একটিবার একসাথে (২০১০), কপোতাক্ষ পাড়ের রোদ্দুর (২০১২), কাগজ কুসুম (২০১৪), তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো (২০১৫), শ্রেষ্ঠ কবিতা (২০১৫), আমার কোথাও যাওয়ার নেই (২০১৭), মহাকালের কান্না (২০১৮), মুজিবনামা (২০১৮), তোমার পৃথিবী চালায় দস্যুরা (২০২০), নবিনামা (২০২১)। ছড়ার বই ছড়াছড়ি (২০০৯), খোকার জামা বাঘের গায়ে (২০১৬), হেমিলনের বংশীঅলা (২০১৭), স্বর্গের ঢেঁকি (২০১৮)। প্রবন্ধের বই : কবিতা কমল (২০০৬), কবিতার আধুনিকতা (২০১০), সাহিত্যের সাত-সতের (২০১৮)। অনুবাদ বই মধুসূদনের ইংরেজি কবিতা (২০০৯), ঞThe Golden Kabin by Al Mahmud (2010, USA), ভিন্ন ভাষার শ্রেষ্ঠ গল্প (২০১৪), নির্বাচিত বিদেশী কবিতা (২০১৮), বেহেস্তের বাগান (২০১৮), The Egalitarian by Kazi Nazrul Islam (amazon.com, 2020). সম্পাদিত সংকলন আধুনিক বাংলা কবিতা (২০০৯), Anthology of the World Poetry (2011, USA). সম্পাদিত পত্রিকা : Bangla Literature.
কবিকেই শেষমেশ
হৃদয়ের গান ভুলে, অবশেষে গাইতে হবে এই
যুদ্ধনীতি শান্তিনীতি। কে জালিম শান্তি কাড়ে কার-
তার সমাধানও বুঝি দিতে হবে আজ কবিকেই।
কবি ছাড়া এ-জমিনে আর কেউ শান্তিবাদী নেই
কবি ছাড়া মানুষের নেই কেউ মুক্তিদাতা আর;
আজ তাই অস্ত্রহীন, কৃশকায় কবির ’পরেই
পৃথিবীর বাঁচামরা, সভ্যতাকে বাঁচানোর ভার।
হঙরের মতো আসে মরণাস্ত্র, খেতে মজলুম-
কবির তো কিছু নেই শুধু এক ভাঙা মসি ছাড়া;
তবু এই মসি জানে পাথরেরও ভেঙে দিতে ঘুম,
ঝটিকার মতো দিতে পৃথিবীর খুঁটি ধরে নাড়া।
আর তবে চিত্রকল্প, ছন্দ নয়, নয় অন্ত্যমিল
আজ থেকে কাব্য হোক রাজপথ শ্লোগান মিছিল।
জানুয়ারি ২০২৩ : ক্যালেন্ডার
ফেব্রুয়ারি ২০২৩ : ক্যালেন্ডার
মার্চ ২০২৩ : ক্যালেন্ডার
এপ্রিল ২০২৩ : ক্যালেন্ডার
মে ২০২৩ : ক্যালেন্ডার
জুন ২০২৩ : ক্যালেন্ডার
জুলাই ২০২৩ : ক্যালেন্ডার
আগস্ট ২০২৩ : ক্যালেন্ডার
সেপ্টেম্বর ২০২৩ : ক্যালেন্ডার
অক্টোবর ২০২৩ : ক্যালেন্ডার
নভেম্বর ২০২৩ : ক্যালেন্ডার
ডিসেম্বর ২০২৩ : ক্যালেন্ডার
No comments